আত্মসমর্পণকারী ১৩ জলদস্যুকে থানায় হস্তান্তর


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ অক্টোবর ২০১৬

বরগুনা সার্কিট হাউস মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণকরা সাগর বাহিনীর ১৩ জলদস্যুকে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
 
এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি বিদ্যুত কুমার রায় বাদী হয়ে শরণখোলা থানায় অস্ত্র আইনে মাললা দায়ের করেছেন।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সুন্দরবনকেন্দ্রীক জলদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্য বরগুনা সার্কিট হাউস মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন, সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. কামরুল ফকির (২৭), আবদুল মালেক (৩৮), মো. কাদের শেখ (৩৮), মো. হাফিজুর রহমান শেখ (৪৬), মো. কবীর শেখ (৩৪) মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো. নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো. রাজু শেখ (২৮), মো. লিটন হাওলাদার (৩৪), মো. তরিকুল গাজী (৩২)। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলাসহ বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

ওসি মো. আব্দুল জলিল আরো জানান, থানায় জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে, আটটি বিদেশি বন্দুক, তিনটি দেশীয় বন্দুক, একটি বিদেশি দোনালা বন্দুক, দুটি ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, চারটি এলজি এবং দুটি বিদেশি কাটা রাইফেল ও ৫৯৬ রাইন্ড গুলি।

আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, বরগুনার জেলা প্রশাসক ডা. মোহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।