গাইবান্ধায় ছাত্রী অপহরণ মামলায় চারজনের কারাদণ্ড


প্রকাশিত: ১১:০৯ পিএম, ২০ অক্টোবর ২০১৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে মো. মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণে সহযোগিতার দায়ে আরো তিনজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সাঘাটা উপজেলার বদিনারপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। এছাড়া দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন একই গ্রামের ভিক্ষু ব্যাপারীর ছেলে মোনারুল ইসলাম (২৫), কেরামাতুল্লাহর ছেলে সাউদ সিদ্দিকী (২৭) ও তার ভাই সিদ্দিক হোসেন (২৩)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মহিবুল হক মোহন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি উপজেলার বদিনারপাড়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে তিন সহযোগীকে নিয়ে অপহরণ করে মিজানুর।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাঘাটা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার অধিকতর তদন্ত শেষে মিজানুরসহ আরো তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

তিনি আরো জানান, মামলার রায়ের দিন বৃহস্পতিবার আদালতে সব স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

জিল্লুর রহমান পলাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।