জাপা ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত হবে


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২২ অক্টোবর ২০১৬

আগামীতে জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত হবে, তেমনি মানুষজন সুখে শান্তিতে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার বিকেলে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি গোতামারী ইউপি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল কাশেম মিয়ার লাঙ্গলের পক্ষে বিভিন্ন স্থানে উঠোন বৈঠক করেন।

দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির আমলে দেশে কোনো দুর্নীতি ছিল না। অথচ এরশাদ ক্ষমতা ছাড়ার পর থেকে বাংলাদেশ ৫/৬ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

জাতীয় পার্টিকে ধ্বংসের চক্রান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে শুরু করে পরবর্তী সরকারগুলো জাতীয় পার্টিকে বার বার ধ্বংসের চক্রান্ত করেছে। কিন্তু দেশের জনগণের ভালোবাসায় আজও জাতীয় পার্টি টিকে আছে এবং থাকবে।

নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাপার কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক যুগ্ম-সম্পাদক ও লালমনিরহাট জেলার সদস্য সচিব রোকনউদ্দিন বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাতীবান্ধা উপজেলা জাপার আহ্বায়ক আলহাজ এমজি মোস্তাফা।

রবিউল হাসান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।