মঠবাড়িয়ায় ডিলারের দোকানে তালা


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৩ অক্টোবর ২০১৬

হত দরিদ্রদের ১০ টাকা কেজির চাল নিয়ে পিরোজপুর জেলার বিভিন্ন ইউনিয়নে শুরু থেকেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তবে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের খবর না পাওয়া গেলেও শুক্রবার মঠবাড়িয়ায় এক ডিলারের দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ। ডিলার জাকির হোসেন পন্ডিত মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিতের ভাই জাকির হোসেন পন্ডিত। তিনি মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার।

মঠবাড়িয়ায় ৩০ কেজি চাল বিক্রিতে ওজনে কম দেয়া, অতিরিক্ত অর্থ আদায় এবং চাল বিক্রি না করে কার্ডধারী ক্রেতাদের ফিরিয়ে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের হত দরিদ্র শতাধিক কার্ডধারী ডিলারের কাছে চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে এমপি ডা. রুস্তুম আলী ফরাজির কাছে অভিযোগ করেন।

এ অভিযোগের ভিত্তিতে তিনি থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে পুলিশ জাকির পন্ডিতের দোকানে তালা ঝুলিয়ে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিলারের সহকারী আনোয়ার ও রিপন পালিয়ে যায়।

৫ নম্বর ওয়ার্ডের কার্ডধারী ইদ্রিস, শ্যামল, সুশীল, হামিদ, লতিফ, লক্ষ্মী রানী ও অর্পণা সাংবাদিকদের জানান, সেপ্টেম্বর মাসের চাল না দিয়ে চলতি অক্টোবরের চাল দিয়ে মাস্টার রোলে দুটি স্বাক্ষর ও টিপসই রাখছে। ওজনে ৩০ কেজির স্থলে ২৫/২৬ কেজি দিচ্ছে এবং প্রতি কার্ডধারীর কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা নিচ্ছে।

এ বিষয়ে এমপি রুস্তুম আলী ফরাজি বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। ওই অসাধু ডিলারের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবো।

এ ব্যাপারে মোবাইল ফোনে ডিলার জাকির হোসেন পন্ডিতের মতামত নেয়া হলে তিনি বলেন, এমপি আমার মানহানি করার জন্য পুলিশ দিয়ে দোকান আটকিয়ে দিয়েছে। তিনি আমার বিরোধী লোক।

এদিকে, নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের ডিলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানজিম হোসেন পিপুল মাপে চাল কম দিচ্ছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন। কম দেয়ার প্রতিবাদ করলে তিনি গালিগালাজ করেন এবং চাল না দেয়ার হুমকি দেন। এ অভিযোগের কারণে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সেখানে খাদ্য বিভাগের লোকদের পাঠিয়েছেন।

হাসান মামুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।