মাদারীপুরে ৮ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৮টি দোকান। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুরের একটি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মজুমদার মো. মাহফুজুর রহমান জানান, জামাল হাওলাদারের ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এর আগেই টিভি, মোবাইল, ব্যাটারির দোকান, ইলেকট্রনিক্সের দোকানসহ ৮টি দোকানের মালামাল পুড়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
নাসিরুল হক/এফএ/আরআইপি