খাগড়াছড়ির ১১০ প্রার্থীর জরিমানা


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

খাগড়াছড়ির নবগঠিত গুইমারার তিন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের ১১০ প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রার্থীরা নিজেদের অপরাধ স্বীকার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেয়ালে লাগানো সকল পোস্টার সরিয়ে নেয়ার আশ্বাস দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন জানান, নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার মাঝে বেশ কয়েকজন প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রা, শো-ডাউন, মিছিল, গণসংযোগসহ প্রায় প্রত্যেক প্রার্থীই দেয়ালে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্গন করেছেন। প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলা হলেও তা করা হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হলো।

এদিকে, একই দিন টানা ৬ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১১০ প্রার্থীকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানার বিষয়টি ‘টক অব দ্যা গুইমারা’তে পরিণত হয়েছে। এটি শুধু খাগড়াছড়িতেই নয়, দেশের সবচেয়ে বড় ভ্রাম্যমাণ আদালত বলে মনে করছেন সচেতন মহল।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।