পাটগ্রামে ট্রাকচাপায় নিহত ২


প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৪ অক্টোবর ২০১৬

লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় অপর একজন আহত হয়েছেন। সোমবার সকালে পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকার আমানত উল্লাহ`র ছেলে মসজিদের ঈমাম দেলোয়ার হোসেন (২৫) ও একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে লাবিব (৮)। সে মির্জার কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ( ঢাকা মেট্রা ট-১৮-০১৩৫) মির্জার কোর্ট এলাকায় পৌঁছে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় অপর একজন আহত হয়। গুরুতর আহত আব্দুল সাত্তারকে (২৩)  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Lalmonirhat

এ ঘটনায় এলাকাবাসী ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।  

## Truck kills 2 in Pathgram

রবিউল হাসান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।