থানা থেকে রুমাকে বাড়িতে নিয়ে গেল স্বজনরা


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৪ অক্টোবর ২০১৬

জাগোনিউজ২৪.কমে ছবি ও সংবাদ দেখে শরীয়তপুরে ঠিকানাবিহীন ৭ম শ্রেণির ছাত্রী রুমানা আক্তার রুমার ঠিকানা মিলেছে।

রুমা শরীয়তপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের আবু হানিফ মুহুরী আকন ও নিলুফা ইয়াসমিনের মেয়ে। সে শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

রুমার বাবা আবু হানিফ মুহুরী আকন বলেন, রুমা আমাদের ওপর রাগ করে রোববার বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পালং মডেল থানায় বিষয়টি জানাই। পরে আমার এক প্রতিবেশী জাগো নিউজে ছবি ও সংবাদ দেখে রুমা ভেদরগঞ্জ থানায় আছে বলে আজ সকালে আমাকে জানায়। কিছুক্ষণ পর পালং মডেল থানা থেকেও জানতে পারি রুমা ভেদরগঞ্জ থানাতেই আছে। তাৎক্ষণিক আমি ভেদরগঞ্জ থানায় গিয়ে সোমবার বেলা আড়াইটার দিকে তাকে বাড়ি নিয়ে আসি।

উল্লেখ্য, জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রুমানা আক্তার (রুমা) নামে ঠিকানাবিহীন সপ্তম শ্রেণির এক ছাত্রীকে রোববার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা উদ্ধার করে ভেদরগঞ্জ থানায় নিয়ে যায়। এসময় রুমা তার ঠিকানা গোপন রাখে।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।