বাগেরহাটে জেএমবির ৪ সদস্য অস্ত্রসহ আটক


প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৫ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

বাগরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৪ সদস্যকে অস্ত্র ও হাত বোমাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে কচুয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বর্তমানে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক ৪ জেএমবির সদস্যদের মধ্যে রয়েছে- বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল(২৬) ও মিজানুর রহমান (২৫)।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্তগ্রাম মঘিয়ার একটি বাড়িতে জেএমবির ওই চার সদস্য অবস্থান করছে এমন খবর নিশ্চিত হয়ে ডিবি পুলিশ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আজ ভোরে  অভিযান চালায়।

এ সময় পুলিশ একটি রিভলবার, ৫টি হাত বোমা এবং বোমা তৈরির বেশকিছু সরজ্ঞামসহ চার জঙ্গিকে আটক করে।  বর্তমানে তাদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমমবির সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

শওকত আলী বাবু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।