খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৫ অক্টোবর ২০১৬

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে টঙ রেস্টুরেন্ট কাম কনভেনশন সেন্টারসহ ৭ দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ সূর্য আলো চাকমা।

অাগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হতে পারে তা বলতে পারেননি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হার্ডওয়ার দোকানদার নাসিরের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীর ব্যবসায়িক শত্রুরা দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। যৌথ ব্যবসায় থেকে তার স্বামী আলাদা হয়ে গিয়ে হার্ডওয়ারের ব্যবসা শুরু করলে অংশীদাররা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।

ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে অাগুন নিভানোর কাজে সহায়তা করেন।

সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল হাসান মাহমুদ, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন ও পৌর কাউন্সিলর শাহ আলম।

প্রসঙ্গত, ভস্মীভূত দোকানগুলোর মধ্যে রেস্টুরেন্ট কাম কনভেনশন সেন্টারসহ হার্ডওয়ার, ব্যাটারি সেলস শপ ও টেকনেশিয়ানস শপ ছিল।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।