শিবগঞ্জে অস্ত্রসহ ৩ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ি গ্রামের মইদুল হকের ছেলে আসাদুল (২২), একই এলাকার আশরাফ রেজার ছেলে হেলিম রেজা (১৮) ও কানসাট কাগজীপাড়া গ্রামের মো. মুসলিমের ছেলে সাগর ইসলাম (১৮)।
র্যাব-৫ ক্যাম্পের কর্মকর্তা এএসপি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শিবপুর ছোটবিলা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে আসাদুল, সাগর ও হেলিম রেজাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মোহা. আব্দুল্লাহ/এএম/পিআর