রিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ইঞ্জিনচালিত একটি রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জান্নাতি (১১) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠি বলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে চরখালী গ্রামের বাড়ি থেকে বোন কুলসুম ও ভগ্নিপতি জাকারিয়ার সঙ্গে ভাণ্ডারিয়া পার্কে ঘুরতে যায় জান্নাতি। সন্ধ্যায় ফেরার পথে বলবাড়ি নামক স্থানে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলে মারা যায় সে।
জান্নাতি চরখালী গ্রামের কবির খলিফার মেয়ে ও ১২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থী ছিল। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসান মামুন/বিএ