মঠবাড়িয়ার লোকালয়ে বিশাল আকৃতির অজগর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামে ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের একটি কচুরিপানাভর্তি খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রিয়াজ দফাদার ও মন্টু গাজী নামে দুই যুবক ঘোপখালী গ্রামের মাছ খালী খালে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে অজগরটিকে দেখতে পান। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বেতমোর ইউনিয়ন পরিষদে জাল দিয়ে আটকে রাখেন।
বেতমোর রাজপাড়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন অজগর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অজগরটি সুন্দরবনে অবমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, অজগরটি সুন্দরবনের আবাসস্থলে ফিরিয়ে দেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন বলেন, লোকালয়ে অজগর আটকের বিষয়ে আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে অজগরটি উদ্ধারের উদ্যোগ নেয়া হবে। অজগরের আবাসস্থল সুন্দরবন তাই সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।
হাসান মামুন/এএম/আরআইপি