মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে নির্বাচনের প্রচারণা চালানোর সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন আহত হয়েছেন। এ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর আলগী পাতাকাটা ওয়ার্ডে আগামী ৩১ আক্টোবর পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আহতরা হলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম (৫০), মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম রহমান (৫৫), মাহতাব উদ্দিন (৬০), হানিফ ফরাজি (৫৫), মিল্টন বেপারি (৩৫) ও মো. সৈয়দ আলী আকন (৪৫)। এদের মধ্যে ৫ জনকে মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম জানান, আমরা ভোটারদের বাড়ি গিয়ে গণসংযোগ চালানোর নময় পাতাকাটা গ্রামের মাইনউদ্দিন ফকিরের বাড়ির নিকট উপস্থিত হলে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসান মামুন/এফএ/পিআর