পিরোজপুরে বাজারে ভয়াবহ আগুন
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বন্দরে অগ্নিকাণ্ডে কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ বন্দরের মো. শফিকুল ইসলামের ক্রোকারিজের দোকান থেকে বিদ্যুতের শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
এসময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়াসের কাপড়ের দোকান, লোকমানের জুতার দোকান, নিরুর বেকারি ও মোক্তারের মেকারের দোকানসহ ৫টি দোকান ভস্মীভূত হয়। এছাড়া ৪-৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানের আংশিক ক্ষতি হয়েছে। দমকল বাহিনী, ব্যবসায়ী ও বাজারের লোকজন মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বরিশাল ফায়ার সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।
হাসান মামুন/এফএ/পিআর