কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৮ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে আমিনুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। শুক্রবার সকালের এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় কুড়িগ্রাম ৪৫ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের ৪২ বিএসএফ এর কাছে পত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিজিবি অনন্তপুর বিওপির হাবিলদার আব্দুল লতিফ বিএসএফের রাবার বুলেট ছোড়ার কথা স্বীকার করে জানান, অনন্তপুর সীমান্তের ৯৪৭ এর ২ এস পিলারের কাছ দিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৫-৭ জনের একটি চোরাকারবারীর দল ভারতীয় সীমান্ত গ্রাম খিতাবেরকুঠি থেকে বস্তাভর্তি গরুর মাংস নিয়ে আসছিল। এ সময় ভারতীয় ৪২ ব্যাটালিয়নের চৌধুরীহাট বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এতে উত্তর অনন্তপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) এর কপালে বুলেট বিদ্ধ হয়। পরে তার সঙ্গীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিয়ে এসে অজ্ঞাত স্থানে চিকিৎসা চালাচ্ছে। এ ঘটনার পর থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম বিজিবির পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতোমধ্যে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিওপি পর্যায়ে পত্র দেয়া হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।