পিরোজপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরে অভিযান চালিয়ে আট হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার সকালে জব্দ এসব জাল বলেশ্বর ব্রিজ সংলগ্ন মাঠে ভস্মীভূত করা হয়।
মৎস্য অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত বলেশ্বর ও কঁচা নদীতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, ৮ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। এসব জাল স্থানীয় বলেশ্বর সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। চলতি মৎস্য প্রজনন মৌসুমে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাসান মামুন/এএম/এমএস