শ্রীবরদীতে মা ও শিশু ছেলে খুন


প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

শেরপুরের শ্রীবরদী পৌর শহরের কলাকান্দা মহল্লায় রহস্যজনকভাবে মা ও শিশু ছেলে খুন হয়েছে।

নিহতরা হলো-ওই এলাকার জামাত আলীর ছেলে মোটর মেকানিক বিপ্লব মিয়ার স্ত্রী সূয্যমনি বেগম (২২) ও আড়াই বছর বয়সী শিশুপুত্র সীমান্ত মিয়া। তবে খুনের প্রকৃত কারণ জানা যায়নি।

রোববার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছরের শিশু সীমান্ত মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তার লাশ ঘরের মেঝেতে পড়ে ছিলো। আর মা সূর্যমনি বেগমের (২২) গলায় ওড়নার ফাঁস দিয়ে ঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানা পুলিশের ওসি বেলায়েত হোসেন তরফদার জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।