অবরোধের মধ্যেই চলছে ভূমি কমিশনের বৈঠক


প্রকাশিত: ০৬:০৮ এএম, ৩০ অক্টোবর ২০১৬

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ বাতিল ও রাঙামাটিতে অনুষ্ঠেয় কমিশনের বৈঠকের প্রতিবাদে পাঁচ বাঙালি সংগঠনের ডাকা অবরোধের মধ্যেই সকালে রাঙামাটি সার্কিট হাউজে ভূমি কমিশনের বৈঠক শুরু হয়েছে।

রাঙামাটি ও খাগড়াছড়িতে পাঁচ বাঙালি সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়।
 
অবরোধের সমর্থনে রাঙামাটি শহরের রিজার্ভবাজার, বনরূপা, কলেজগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে। সকাল থেকে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত টহল জোরদার করা হয়েছে।

এদিকে, অবরোধের মধ্যেই সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সার্কিট হাউজে শুরু হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার-উল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

আইন অনুযায়ী চেয়ারম্যানসহ ৯ সদস্য নিয়ে গঠিত কমিশনের এবারের বৈঠকে যোগ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটির চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, বান্দরবানের বোমাং সার্কেল চিফ ইঞ্জিনিয়ার উসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ির মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোমিনুর রশীদ আমিন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী মারমা অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছে বৈঠক সূত্র।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।