বাগেরহাটে আ.লীগের হীটলার কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ প্রতিক্ষার পর সকল জল্পনা কল্পনা শেষে স্থাগিত হওয়া ৭নং মূলঘর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

রিটার্রিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, মূলঘর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৮ জন। এখানে ৯টি কেন্দ্রে ৩৩ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংরক্ষিত মহিলা সদস্য পদসহ সাধারণ সদস্য পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছন। এর মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন এবং সাধারণ সদস্য ২৪ জন।

মূলঘর ইউনিয়নে ২২ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বিভিন্ন জটিলতার কারণে স্থগিত হয়ে যায়। এই ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, স্থগিত হওয়া মূলঘর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অ্যাডভোকেট হীটলার কুমার গোলদারকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অন্য পদে ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

শওকত আলী বাবু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।