মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
পিরোজপুরে মাদক ব্যবসায়ী স্বপন দত্ত ওরফে সাফা দত্তের (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া।
সোমবার জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত স্বপন দত্ত পিরোজপুর সদর উপজেলার মূলগ্রামের বাসিন্দা কার্তিক দত্তের ছেলে।
র্যাব-৮ বরিশালের একটি দল ২০১২ সালের ২১ নবেম্বর পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার লক্ষণকাঠী থেকে ২৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ স্বপন দত্ত ওরফে সাফা দত্তকে গ্রেফতার করে। পরে র্যাবের এসআই বোরহানুল ইসলাম বাদী হয়ে নেছারাবাদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মাদক ব্যাবসায়ী স্বপন দত্ত ওরফে সাফা দত্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ তার যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে সরকার পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন।
হাসান মামুন/এএম/পিআর