গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০২ নভেম্বর ২০১৬

পিরোজপুর শহরের মাছিমপুরে খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে স্বামী হাফিজুর রহমান শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ মাছিমপুরের ধোপাবাড়ি সড়কের মাওলানা আলমগীর হোসেনের ভাড়া বাসা থেকে খাদিজার লাশ উদ্ধার করে।

নিহত খাদিজা বেগম পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আফছার আলী খানের মেয়ে।

পুলিশ জানায়, হাফিজুর রহমানের সঙ্গে খাদিজা বেগমের দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দেড় মাস বয়সি একটি শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় হাফিজুর তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাসা থেকে পালিয়ে যায়। পরে তার এক বন্ধুকে মোবাইল ফোনে জানায় যে, তার স্ত্রী খাদিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বন্ধুটি তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে সদর থানার অফিসার ইনচার্য মাসুমুর রহমান বিশ্বাস পুলিশের একটি দল নিয়ে ওই বাসায় গিয়ে খাদিজার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল ওয়ারেস হোসেন জানান, ওই গৃহবধূর গলায় ফাঁস লাগানোর কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে  ধারনা করা হচ্ছে, খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

হাসান মামুন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।