নাটোরে ৮ অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার


প্রকাশিত: ০৮:০৫ এএম, ০২ নভেম্বর ২০১৬

নাটোরে শরীফ প্রামানিককে (১৮) ৮ ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এসময় অপহৃত শরীফ প্রামানিককেও উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বঙ্গোজল বাগানবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। অপহৃত শরীফ শহরের শতপল­ী এলাকার মৃত আসাদ প্রামানিকের ছেলে। আজ সকাল ১০টায় র‌্যাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সামনে আটকদের হাজির করা হয়।
 
র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প সিপিসি-২ এর এডিশনাল পুলিশ সুপার মিজানুর রহামান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার সময় ১০-১২ জন অপহরণকারী শরীফকে অপহরণ করে শহরের বঙ্গোজল বাগানবাড়িতে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

শরীফের বড় ভাই শিহাব অপহরণকারীদের দাবিকৃত টাকার পরিবর্তে কাছে থাকা মাত্র ৮ হাজার টাকা নিয়ে তাদের দেওয়া ঠিকানায় গেলে শিহাবকে বেধড়ক মারপিট করে টাকা নিয়ে গিয়ে ভাইকে উদ্ধার করতে বলে তারা। পরে শিহাব র‌্যাবের শরণাপন্ন হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ শহরের বঙ্গোজল বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমসহ অপহরণকারী দলের ৮ সদস্যকে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে দুটি চাকু, দুটি হাসুয়া, দুটি মোটরসাইকেল, মোবাইল সেট ৯টি, ১২টি সিম কার্ড, ৪টি লোহার রড, ২৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা জব্দ করা হয়।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।