ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন


প্রকাশিত: ০৭:২০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ বের হয়।

মিছিটি শহরের পোস্ট অফিস মোড়ে গেলে আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপি অফিসে গিয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল পুড়ে গেছে।

ঘটনার পর ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জীলাল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জীলাল জানান, দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বাড়িও ভাঙচুর করা হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।