হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত


প্রকাশিত: ০২:২০ এএম, ০৯ নভেম্বর ২০১৬

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে নিহত ওই ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ৫-৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে। পুলিশ স্থানীয় কালিমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত ৫টি রামদা, ১টি ধারালো ছুরি, ১টি গ্রিল কাটার মেশিন, ১টি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) অরূপকুমার চৌধুরী, উপপরিদর্শক (এসআই) শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি আহত হন। পরে তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।