ছাত্রলীগ নেতাকে হাতুড়িপেটা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা এনামুর রহমান মনিরকে হাতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকালে এই ঘটনা ঘটে। তিনি টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এনামুর রহমান মনির।
জানা যায়, গত ২৫ জুলাই মঠবাড়িয়ার গুদিঘাটা এলাকায় যুবলীগের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটানোর জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে যুবলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
শনিবার সকালে সূর্যমনি গ্রামের নিজ বাড়ি থেকে চাচা মুনছুর আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে ইট কেনার জন্য বরগুনা বামনা যাচ্ছিলেন। পথিমধ্যে ২২ কুড়া এলাকায় তার প্রতিপক্ষের ৭/৮ জন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া হাসপাতালে ও এরপর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।
হাসান মামুন/এআরএ/আরআইপি