পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬

পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরাসার (কমপ্লেক্স) দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত টাকার অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ওই মাদরাসার ২৮ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন পরীক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, এ বছর দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে তিন হাজার টাকা ধার্য করেছে মাদরাসা কর্তৃপক্ষ। পরে ছাত্র-ছাত্রীদের অনুরোধের পর ২০০ টাকা কমিয়ে দুই হাজার ৮০০ টাকা করা হয়েছে।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদের সঙ্গে কথা বললে তিনি প্রথমে বেশি টাকা নেয়ার কথা অস্বীকার করলেও পরে বলেন বেসরকারি প্রতিষ্ঠান কমবেশি এদিক সেদিক করতে হয়। বিদ্যুৎ বিল, সেশন চার্জ ও খরচপাতি বাবদ কিছু টাকা বেশি নেয়া হয়েছে। বোর্ডের নির্ধারিত ফি’র বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা বলেন, তদন্ত করে এ ব্যাপরে ব্যবস্থা নেয়া হবে।

Pirojpur
হাসান মামুন/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।