কুড়িগ্রাম পুলিশ লাইনসে শোকের ছায়া
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম পুলিশ লাইনসের ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ লাইনসে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুরের মহিপুর এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ভাড়া করা একটি ট্রাকের সঙ্গে সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হন।
শেরপুর থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শেরপুর এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয় সূত্র অনুসারে নিহত পুলিশ সদস্যরা হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিতলমাটী গ্রামের বাসিন্দা কনস্টেবল শাহজাহান কবির, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর ঘনশ্যাম গ্রামের প্রনব চন্দ্র রায়, আলমগীর হোসেনের বাড়ি গাইবান্দা জেলার গবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামে, একই জেলার ফুলছড়ি উপজেলার উদার মানিক গ্রামের সোহেল রানা, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শামসুল হক এবং কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা পরিচ্ছন্ন কর্মী শ্যামলকুমার দাস। এছাড়া ট্রাক ড্রাইভার আব্দুর রহমানের বাড়ি রংপুর কোতোয়ালি পাড়ায়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, কুড়িগ্রাম পুলিশ লাইনসের সদস্যরা ভাড়া করা একটি ট্রাকে পোশাকসহ অন্যান্য মালামাল আনতে ঢাকা হেড কোয়ার্টার্সে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যদের নিহতের সংবাদে কুড়িগ্রাম পুলিশ লাইনসে শোকের ছায়া নেমে এসেছে।
নাজমুল হোসাইন/এফএ/আরআইপি