বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৩ নভেম্বর ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলার বাওটে যাত্রীবাহী বাসের ধাক্কায় হানিফ হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হানিফ হোসেন গাংনী উপজেলার আকুবপুর গ্রামের দিদার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ মিয়া  ভ্যানযোগে কয়েকটি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওটে পৌঁছলে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস (কুষ্টিয়া ব-১৫৭) তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানের উপর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন হানিফ। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জন্য দায়ী বাসটিকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।