উত্ত্যক্ত করায় দুই জেএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৪ নভেম্বর ২০১৬

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দুই জেএসসি পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা গাংনী থানাপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (১৪) ও একই পাড়ার মোবারক হোসেনের ছেলে মাহফুজ মাহমুদ (১৪)। দুজনই ওই বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে।

MEHERPORE

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষার্থীদের যাওয়া-আসার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল দণ্ডিতরা। এ অপরাধে সোমবার দুপুরে তাদের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাদের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।  

দণ্ডিতদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএম/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।