গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ নভেম্বর ২০১৬

মেহেরপুরের গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা মানিক আহম্মেদ (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার বিকেলে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মড়কা বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। নিহত মানিক আহম্মেদ ইকুড়ি গ্রামের আরোজ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে গাংনী শহরের দিকে আসছিলেন মানিক। মড়কা বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিন-পাথর মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হয় মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু জানান, কুষ্টিয়া মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।