দাওয়াত না দেয়ায় অধ্যক্ষের উপর ছাত্রলীগের হামলা


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

মাদারীপুরে নবীনবরণ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অজুহাতে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডলের উপর হামলা এবং অধ্যক্ষ ও উপাধক্ষ্যের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর অধ্যক্ষ শিক্ষক মিলনায়তনে আশ্রয় নেন। কলেজের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ট করে।

একপর্যায়ে শিক্ষকরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন। এরই মধ্যে কয়েকদফা শিক্ষক মিলনায়তনে হামলার চেষ্টা করে ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় পুলিশ বাঁধা দিলে তাদের সঙ্গে নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল জানান, কলেজের বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এটি কলেজের সার্বিক অনুষ্ঠান না হওয়ায় তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

কিন্তু ছাত্রনেতারা হঠাৎ করে তার কক্ষে হামলা ও ভাঙচুর করলে তিনি শিক্ষক মিলনায়তনে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশকে খবর দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অধ্যক্ষকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায় পুলিশ।

এ কে এম নাসিরুল হক/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।