ইভটিজিং রুখে দেয়ার শপথ নিলো শিক্ষার্থীরা


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০১৬

ইভটিজিং ও বাল্যবিয়ে রুখে দেয়ার শপথ নিলো মানিকগঞ্জের তিন শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার শিবালয়ের ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ শপথ নেয়।

দুপুরে স্কুল প্রাঙ্গণে ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় শেষে এ শপথবাক্য পাঠ করান মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শাজাহান সেখ, শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরাফত ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

এর আগে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত (২ নভেম্বর) একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাবনূরের বাবা বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে বখাটেরা।

শপথ শেষে বিল্লালের গ্রামের বাড়ি শিবালয়ের কাকক্কোল গ্রামে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন গ্রেফতার হয়েছে। ১৬৪ ধারা জবানবন্দিতে সুমন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত। তাদেরও ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, কেউ কেউ রাজনৈতিকভাবে আসামিদের আশ্রয় দেয়ার চেষ্টা করছেন। মনে রাখবেন, আপনারা যে দলই করেন না কেন আইনের বাইরে কেউ নন। অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

বি.এম খোরশেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।