এক বাছুরের দুই মাথা


প্রকাশিত: ০৬:১১ এএম, ১৮ নভেম্বর ২০১৬

লালমনিরহাটের কালীগঞ্জে একটি গাভী দুই মাথা ও দুই লেজবিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে।

শুক্রবার সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর এলাকায় দিনমজুর বাহার উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দিনমজুর বাহার উদ্দিনের নিজবাড়িতে সকালে তার গাভীটি দুই মাথা ও দুই লেজবিশিষ্ট বাছুরটি প্রসব করে। কিন্তু প্রসবের কয়েক ঘণ্টা পর বাছুরটি মারা যায়। বাছুরটিকে দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করছে।

কাকিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. মো. নূরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। গাভীর ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।