মাদারীপুরে বাস উল্টে খাদে : নিহত ২, নিখোঁজ ৮


প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৯ নভেম্বর ২০১৬

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরগুনা জেলার ফুলঝরি গ্রামের স্কুলশিক্ষক কামাল হোসেন (৩৫) ও একই গ্রামের জাফর ইকবাল (৩২)।

ডাসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভোরে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ৮ জন।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

নাসিরুল হক/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।