চুয়াডাঙ্গায় ৮ কেজি রুপার গহনা ও ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত: ১০:১০ এএম, ১৯ নভেম্বর ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী সুলতানপুরের পৃথক এলাকা থেকে ৮ কেজি রুপার গহনা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শনিবার ভোরে চুয়াডাঙ্গা ৬-ব্যাটালিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর রাস্তার পাশের একটি আখখেতে পাহারা বসায়।  

এ সময় একজন চোরাচালানী প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। তার ব্যাগ তল্লাশি করে ৮ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। এর আগে ভোর ৪ টার দিকে একই এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সালাউদ্দিন কাজল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।