শিশু তায়েবাকে বাঁচানোর আকুতি


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২০ নভেম্বর ২০১৬

মায়াবি চেহারা। মুখ দেখলে যে কারো মায়া লাগা স্বাভাবিক। শিশুটির নাম তায়েবা। বয়স মাত্র ১৫ মাস। তায়েবা এখনো স্বপ্ন দেখতে পারে না। তবে তাকে ঘিরে অনেক স্বপ্ন পরিবারের সদস্যদের। কিন্তু ছোট্ট এই তায়েবা আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে। দুটি অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

চিকিৎসকরা জানিয়েছেন, তায়েবার হার্টে বড় ছিদ্র ধরা পড়েছে। বাল্ব সরু এবং শ্বাসনালী ও রক্তনালীর সমস্যাও রয়েছে তার। এ জন্য দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়া সার্জন ডা. অধ্যাপক মোহাম্মদ শরীফুজ্জামান।

অপারেশনে খরচ হবে প্রায় ৫ লাখ টাকা। কিন্তু বাসাবাড়িতে ড্রাইভারের চাকরি করা বাবার পক্ষে এতো টাকা জোগান দেয়া সম্ভব নয়। ফলে দিন যতই গড়াচ্ছে ততোই উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে পরিবারে। শেষ পর্যন্ত সন্তানকে বাঁচাতে পারবেন কিনা তা ভেবেই চিন্তিত তারা।

তায়েবার বাবা ঝুমুর আলীর রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসার ব্যক্তিগত গাড়িচালক। তার মাসিক বেতন ১১ হাজার টাকা। গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কয়রা গ্রামে।

তায়েবার বাবা ঝুমুর আলী জানান, ছেলের পর একটি মেয়ের সখ ছিলো পুরো পরিবারের। ছেলের বয়স ১২ বছর হওয়ার পর মেয়েটি জন্মেছে।

তিনি জানান, ১৫ মাস বয়সেও তায়েবা হাঁটতে এবং কথা বলতে পারে না। ছোট বেলা থেকেই বাথরুম করতে খুবই কষ্ট হতো তার। তিন মাস বয়সে বাথরুমের সমস্যা নিয়েই ডাক্তারের কাছে গেলে চিকিৎসকরা হার্টে ছিদ্র থাকার কথা জানান।

এরপর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাবএইড এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্ট, শ্বাস এবং রক্তনালীর সমস্যা ধরা পড়ে। এরপর চিকিৎসকরা দুটি অপারেশন করার সিদ্ধান্ত দেন।

চাকরির অগ্রিম বেতন, এনজিও ঋণ এবং ধার-দেনা করে এতোদিন মেয়ের চিকিৎসার খরচ বহন করেছেন ঝুমুর। কিন্তু এখন তার মেয়ের অপারেশন করতে খরচ হবে ৫ লাখ টাকা।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. অধ্যাপক মোহাম্মদ শরীফুজ্জামান তায়েবার অপারেশনের জন্য তাকে আগামী ১৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি করতে বলেছেন।

কিন্তু দরিদ্র বাবার পক্ষে তায়েবার অপারেশনের খরচ যোগাড় করা সম্ভব নয়। তাই ছোট্ট তায়েবাকে বাঁচাতে সবার সহযেগিতা চেয়েছেন বাবা ঝুমুর আলী।

তায়েবার জন্য সাহায্য পাঠাতে যোগাযোগ করা যাবে, বাবা ঝুমুর আলী (০১৭১৫-৮০২৪৪১) অথবা জাগো নিউজের মানিকগঞ্জ প্রতিনিধি বিএম খোরশেদের মোবাইল (০১৭১৬-৬৪২৯০২) নম্বরে।

বিএম খোরশেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।