মেহেরপুরে ডাকাত সরদার গ্রেফতার


প্রকাশিত: ০৬:৫১ এএম, ২১ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

মেহেরপুরের আন্তঃজেলা ডাকাত সরদার লিটন হোসেনকে (২৩) ওয়ান শ্যুটার গান ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

লিটন হোসেন পিরোজপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তার নামে সদর ও গাংনী থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, পিরোজপুর গ্রামের লিটন ও তার বাহিনীর সদস্যদের অবস্থানের খবরে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পলিয়ে গেলেও লিটনকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরো বলেন, লিটন এ এলাকার ডাকাত সরদার। পাঁচটি মামলা থাকলেও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

এফএ/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।