ইমরানের লেখাপড়ার দায়িত্ব নিলেন প্রবাসী ফজলুল
অবশেষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ইমরান নিকারী। সোমবার তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এর আগে ইমরান নিকারীকে নিয়ে জাগো নিউজে, ‘সুযোগ পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ইমরান’ নামে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফজলুল কাদের ইমরানের ভর্তির জন্য ১৮ হাজার টাকা পাঠান। জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধির অ্যাকাউন্টে এ টাকা পাঠানো হয়।
এ বিষয়ে কাতার প্রবাসী ফজলুল কাদের জাগো নিউজকে বলেন, আগামী এক বছর ইমরানের লেখাপড়ার খরচ চালাবেন তিনি। তার জন্মস্থান কুমিল্লা, স্থায়ী হয়েছেন ঢাকার গ্রিন রোড এলাকায়।
এদিকে সংবাদ প্রকাশের পর একজন ম্যাজিস্ট্রেট দুই হাজার, যশোরের কতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা এক হাজার, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক পরিচয়ে এক হাজার, ঢাকা থেকে মারুফ হাসান দুই হাজার ও টুটুল নামের অপরিচিত একজন এক হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন। এসব টাকা সরাসরি ইমরানের বিকাশ নম্বরে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
ইমরান সাতক্ষরীর তালা সদরের জেয়ালা নলতা গ্রামের সোহরাব নিকারীর ছেলে। সোমবার বেলা ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলে ইমরান নিকারী জাগো নিউজকে ধন্যবাদ জানান।
আকরামুল ইসলাম/এএম/পিআর