মেহেরপুরে শিশু হত্যার দায়ে একজনের ফাঁসি


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২২ নভেম্বর ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের চাঞ্চল্যকর শিশু ইরান হত্যা মামলার আসামি আহম্মেদ শরিফ ওরফে দিপুর (২৯) বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান ওই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত দিপু ওই গ্রামের খোকন মন্ডলের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গাংনীর ধলা গ্রামের শিশু ইরানের মা রেনুকা বেগমের সঙ্গে পরকিয়ার সম্পর্ক ছিল আহম্মেদ শরিফের। ২০১১ সালের ৪ আগস্ট বিকেলে এ গ্রামের স্কুল মাঠ থেকে ইরানকে অপহরণ করে নিয়ে যায় আহম্মেদ শরিফ।

ওই রাতেই গ্রামের একটি পাটক্ষেতে তাকে জবাই করে হত্যা করে। পরের দিন সকালে পাটক্ষেত থেকে ইরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ইরানের চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৭ আগস্ট ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয় আসামি নিজেই। ২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন চার্জশিট প্রদান করেন।

৩৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান আসামি আহম্মেদ শরিফকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের আইনজিবী ছিলেন অ্যাড. কামরুল হাসান।

আসিফ ইকবাল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।