লালপুরে ট্রাকচাপায় নিহত ৪


প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৫ নভেম্বর ২০১৬

নাটোরের লালপুরে একটি মালবাহী ট্রাকের চাপায় বেটারিচালিত অটোভ্যানের চার যাত্রী নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর ফল বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার চন্দ্র দাসপাড়া গ্রামের বিলু হোসেন (৭০), জুগুরীপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫০) ও উত্তর লালপুরের আমিরুল ইসলাম (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলা সদরের ফল বাজারের সামনে একটি মালবাহী ট্রাক পেছন থেকে অপর একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরো তিনজন নিহত হন।

গুরুতর আহত অপর তিনজনকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।