মাদারীপুরে সাড়ে ৪ মণ জাটকা জব্দ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৫ নভেম্বর ২০১৬

মাদারীপুরে সাড়ে ৪ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ করেছে র‌্যাব-৮। এ সময় আটক তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ভোরে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে অভিযান চালান র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সাড়ে ৪ মণ জাটকা ও দুটি ট্রলার জব্দ করা হয়।

পরে আটক জুলহাস সরদার (৩০), জহিরুল শিকদার (৪৫) ও কালু আকনকে (৪৪) এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নাসিরুল হক/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।