গৃহবধূকে নির্যাতন : আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ ডিসির


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৫ নভেম্বর ২০১৬

৫০ হাজার টাকা যৌতুক না পাওয়ায় নাটোর শহরের বড়গাছা হাফরাস্তা এলাকায় এক গৃহবধূকে নির্মম নির্যাতন করেছে তার স্বামী। নির্যাতিতাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন শুক্রবার নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে আইনগত ব্যবস্থা নিতে তিনি  পুলিশকে নির্দেশ দেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, নাটোরে কোনো নারী নির্যাতনের শিকার হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নারী নির্যাতন বন্ধের নির্দেশ দিয়েছেন  সেখানে খুব সহজেই নির্যাতন বন্ধ করা যাবে।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানসহ হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

নির্যাতনের শিকার ফুলমালা বেগম জানান, তার স্বামী রিকশাচালক আব্দুল মজিদ নিয়মিত জুয়া খেলার কারণে সংসারে অভাব-অনটন লেগে থাকে। এ নিয়ে পারিবারিক অশান্তি চলে আসছিল। এ অবস্থায় আব্দুল মজিদ তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলে। কিন্তু টাকা দিকে অস্বীকার করায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তার ওপর নির্যাতন চালায় স্বামী। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।