মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৫ নভেম্বর ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতন ও  হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম। শুক্রবার জুম’য়ার নামাজের পর জেলা শহরের আলফাত উদ্দিন স্কোয়ারে (ট্রাফিক পয়েন্ট) জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন হরা হয়।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বছিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা শেখ মুজিবুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, স্থানীয় তেঘরিয়া জামে মসজিদের মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, জামতলা জামে মসজিদের খতিব মাওলানা সাজিদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলীনুর, সাংগঠনিক সম্পাদক মুসতাক আহমদ গাজীনগরী প্রমুখ।

বক্তারা রোহিঙ্গা মুসলমানদের হত্যা, ধর্ষণ আর নিপীড়ন থেকে বাঁচাতে দ্রুত জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে  বিশেষ মোনাজাতেরর মধ্যদিয়ে শেষ হয়। মিছিল ও মোনাজাতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

রাজু আহমেদ রমজান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।