দেশের সম্পদ রক্ষায় আইটি শিক্ষার বিকল্প নেই : পলক


প্রকাশিত: ১০:১০ এএম, ২৬ নভেম্বর ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বহিঃআক্রমণ থেকে দেশকে রক্ষা করতে হলে অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও নিজেদের আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমানে কোনো দেশ অন্য দেশের ক্ষতি করতে গেলে বোমা হামলা করছে না, সাইবার হামলা করছে। নিজেদের ওয়েবসাইট, দেশের সম্পদ, ব্যাংকের অর্থ রক্ষা করতে হলেও আইটি শিক্ষার বিকল্প নেই।

শনিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্য সেবা বার্তা সংস্থা টিএসবি এ কর্মশালার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের সাফল্যগাঁথা, পরিবেশ ও ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ স্থানীয় পর্যায়ে সরকারের বহুমাত্রিক উন্নয়নের তথ্য মানুষকে জানাবেন ইউডিসির উদ্যোক্তারা । এজন্য ইউডিসির ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণ দিয়ে ইনফো লিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশে ছয় লাখ ফ্রিল্যান্সার আউট সোর্সিংয়ের মাধ্যমে বছরে একশ মিলিয়ন ডলার আয় করছে। আমাদের শিক্ষিত মানবসম্পদকে দক্ষ হিসেবে গড়ে তুলে এ আয় কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।

তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে তিন দিনব্যাপী এ কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, সাংবাদিক অজিত কুমার সরকার প্রমুখ।

রেজাউল করিম রেজা/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।