মাদারীপুরে আ. লীগের মনোনয়ন পেলেন মিয়াজ


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৬

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কালকিনির কৃতি সন্তান ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিয়াজ উদ্দিন খানের নাম ঘোষণা করেন। শনিবার সকালে তার নিজ এলাকার কয়েকটি হাট-বাজারে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনতা।

মিয়াজউদ্দিন খান উপজেলার সাহেবরাপুর এলাকার দক্ষিণ সাহেবরামপুর গ্রামের আমজেদ আলী খানের ছেলে। মিয়াজ উদ্দিন খানের মনোনয়ন পাওয়ার খবরে জেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান বলেন, আমার জনপ্রিয়তা ও কর্মদক্ষতার কারণে দল থেকে আমাকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। আমি জনগণের স্বার্থে সততার সঙ্গে কাজ করে এসেছি এবং আগামীতেও করেতে চাই।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।