জেলারসহ চারজনের নামে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ নভেম্বর ২০১৬

বন্দি নির্যাতন ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় মেহেরপুর জেলা কারাগারের সাবেক জেলার আক্তার হোসেন ও তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ সোমবার দুপুরে এই আদেশ দেন।

মেহেরপুর জেলা কারাগারের কয়েদি শাহি মিয়ার ভাই শহরের মল্লিক পাড়ার মনিরুল ইসলাম গেল ১৩ অক্টোবর জেলার আক্তার হোসেন, কারারক্ষী আলামিন হোসেন, সোলাইমান হোসেন ও মামুন হোসেনের নামে একটি মামলাটি দায়ের করেন। শাহিকে জেলা কারাগারের অভ্যন্তরে মারধরসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করেন মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ছানাউল্ল্যাহ।  

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এহাল উদ্দীন মনা জানান, বিচারক, বাদী, সাক্ষী ও আসামিদের জবানবন্দি গ্রহণ করেন। জেলার আখতার হোসেনসহ তিন কারারক্ষীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বন্দি নির্যাতন ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে জেলার আখতার হোসনকে যশোর কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।