কালীগঞ্জে বাস উল্টে আহত ২৫


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৮ নভেম্বর ২০১৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পথচারীসহ ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সোমবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী তুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বগুড়া-জ-০৫-০০২৯) উপজেলার চাপারতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রী ও পথচারীসহ অন্তত পক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, সড়ক দুর্ঘটনার বেশ কয়েকজন রোগীকে ভর্তি করানো হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।