হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
ব্যাটারিচালিত ইজিবাইকসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী জানান, বার বার ব্যাটারিচালিত ইজিবাইকসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো প্রদক্ষেপ নেয়নি। ফলে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ট্যাক্সি, লেগুনা, অটোরিকশা, জিপ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এনএইচ/পিআর