যাকাতের অর্থ দিয়েই ভিক্ষুকদের পুনর্বাসন


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

জেলার বিত্তবানদের কাছ থেকে সংগৃহীত যাকাতের অর্থ থেকে শরীয়তপুরের ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে ভিক্ষুকদের ছাগল, মুরগি ও সেলাই  মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে ২৮ জন ভিক্ষুককে ৯ হাজার টাকা মূল্যের সেলাই মেশিন, উন্নত জাতের মুরগি ও ছাগল দেয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল  হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলায় ভিক্ষুকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাই করে ২৮ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা দেয়া হয়েছে। জেলার সকল বিত্তবানদের যাকাতের অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করা হবে। এ তহবিল থেকে পর্যায়ক্রমে জেলার সব ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল  হোসেন চাকলাদার ও জাতীয় মহিলা পরিষদ শরীয়তপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা।

মো. ছগির হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।